1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

সাকিবের ছুটি মঞ্জুর, থাকছেন না দক্ষিণ আফ্রিকা সিরিজে

  • আপডেটের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২

দক্ষিণ আফ্রিকা সিরিজসহ সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অলরাউন্ডার সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৯ মার্চ) বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ। মাত্র দুই সপ্তাহ হাতে থাকলেও একটু সময় আর বিশ্রাম নিতে চেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শারীরিক ও মানসিক অবসাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। তার ওই দাবি মেনে নিয়েছে বিসিবি।

এদিকে মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার বিষয়টি লিখিত আকারে জানানোর জন্য ক্রিকেট অপারেশন্স বোর্ডকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি সোমবার (৭ মার্চ) গণমাধ্যমকে জানান, সাকিবের এমন ঘোষণায় অবাক হয়েছে বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। জালাল ইউনুস বা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন- কেউই এ ব্যাপারে জানতো না।

সংবাদমাধ্যমকে ক্ষোভের স্বরে বিসিবি সভাপতি বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিত, তাহলে কী সে বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত?’

খেলা-না খেলার বিষয়ে কাউকে চাপাচাপি করতে রাজি নন পাপন। তবে না খেলার ব্যাপারগুলো যাতে আগেই জানিয়ে দেওয়া হয়, সেই চাওয়া বিসিবি সভাপতির, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না। কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে আমরা পরিকল্পনা করতে পারি। সবাই অভিযোগ করছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ অভিযোগ করছে।’

পাপন বলেন, ‘আমার ধারণা ও কোনও কারণে মানসিকভাবে বিপর্যস্ত। ২ দিন সময় নিয়েছে, ভালো কথা, মাথা ঠাণ্ডা করে যেটা বলবে। যা চায় সেটা জানাবে, বোর্ড সিদ্ধান্ত নিবে। এখন যদি এটার ওপর সিদ্ধান্ত নেই ওকে এই সিরিজে রাখব না। তখন যদি বলে আমি তো বলিনি খেলব না, খেলতে চেয়েছি, তখন?’

পাপন আরও বলেন, ‘কিছুদিন আগে বিসিবিতে গিয়েছিলাম, শুনলাম ও একটা চিঠি দিয়েছে। ও টেস্ট বেশ কিছু দিন খেলবে না। এটা ৬-৭ মাস হবে, এক্স্যাক্ট মনে নেই, তখন মনে হয়েছিল ৬ মাস। পরে শুনলাম আরও লম্বা।’

পাপন জানান, কাল এগারোটার দিকে জালাল ভাই (জালাল ইউনুস) জানালেন- ‘সাকিব ফোন করে বলল ও এয়ারপোর্টে, ও নাকি দুবাই যাচ্ছে। আমাকে বলল ও মেন্টালি ও ফিজিক্যালি ফিট না দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।’ এ সময় পাপন জানান, সাকিব ২ দিন সময় নিয়েছেন।

রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে সাকিব জানান, কিছুদিনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে চান। তাই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিতে চান তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই তালিকাতেই নাম বিশ্বসেরা অলরাউন্ডারের। এদিন হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে নিজের পারফরম্যান্স আমি হতাশ। আমি চাই একটু সময় নিতে। তাই দুবাই যাচ্ছি। হয়তো ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকব। তবে আশা করি টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকব।’

তিনি আরও বলেন, ‘বিসিবির সঙ্গে আমার কথা হয়েছে। জালাল ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সময় নিতে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo