1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

এবার আরসিবির নেতৃত্বও হারাচ্ছেন কোহলি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

আইপিএলের আগামী মৌসুমের জন্য ইতিমধ্যেই দলগোছাতে শুরু করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। ইতিমধ্যে গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজকে দলে নিয়ে নিয়েছেন তারা। তবে নিলামে পর দল গঠনের পাশাপাশ মাথায় রাখতে হচ্ছে কে হবেন আরসিবির পরবর্তী ক্যাপ্টেন, সেই বিষয়টি।

ভারতীয় একাধিক মিডিয়ার প্রতিবেদন বলছে, নিলামে মানীশ পান্ডেকে কিনে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি ম্যানেজমেন্ট। কোহলির বদলে এবার আরসিবি নেতা হতে চলেছে্ন ডান হাতি এই তারকা ব্যাটসম্যান।

জানা যায়, আইপিএলের গত আসরেই আরসিবির অধিনায়কত্ব ছাড়ার  ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। জানিয়েলেন, চলতি মৌসুম শেষেই আরসিবির নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। কোহলির নেতৃত্বে শেষ আইপিএলে আরসিবি প্লে অফে পৌঁছলেও এলিমিনেটরে কেকেআরের কাছে হেরে ছিটকে যায়।

২০০৯-এ মানীশ পান্ডে আরসিবি স্কোয়াডে ছিলেন। টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে প্ৰথম শতরান হাঁকানোর কৃতিত্বও মানীশ পান্ডের দখলে। আরসিবি ছেড়ে এরপরে তিন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মানীশ পান্ডেকে খেলতে দেখা গিয়েছে- কেকেআর, পুনে ওয়ারিয়র্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।

মানীশ পান্ডেকে নেতা বাছাই করার কারণ হিসেব বলা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে কর্ণাটক রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দলকে নেতৃত্ব দেন মনীশ। অধিনায়কত্বে ভালই অভিজ্ঞতা রয়েছে তার।এছাড়াও কোহলি ওপেন করায় তিন নম্বর পজিশনে ব্যাট করতে পারবেন তিনি। রাজ্য দলের হয়ে তিন নম্বরে ব্যাট করেন তিনি। আইপিএলে সমস্ত ফ্র্যাঞ্চাইজির জার্সিতে নিয়মিত খেলেন প্ৰথম একাদশে। ১৫৪ আইপিএল খেলে তারকার ৩০.৬৮ গড়ে ব্যাট হাতে সংগ্রহ ৩৫৬০ রান। আইপিএলের নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ রিলিজ করে দিয়েছিল মানীশকে। তবে মানীশকে আরসিবি শেষ পর্যন্ত দলে সই করাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo