1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার বা সোমবার পূর্বাচলে সাগর-রুনির ছেলে মেঘের জন্য জমির দলিল হস্তান্তর ইসির ইউটিউব চ্যানেল উদ্বোধন ও এআই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বার্তা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী সুখরঞ্জন বালির অপহরণ ও নির্যাতনের অভিযোগ শর্ত পূরণ না হলে নির্বাচন নয়: জামায়াত তারেক-বাবরের খালাসের বিরোধিতা: আপিলের রায় ৪ সেপ্টেম্বর প্রাইভেটকার উল্টে মুন্সীগঞ্জে তিনজনের মৃত্যু পুলিশ সদস্য শেখ আফজালুলের রাজসাক্ষী হতে আবেদন সিআইডির জালে ধরা পড়লো মালয়েশিয়া সিন্ডিকেটের স্বপন, সম্পদ জব্দ খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে নির্মম হত্যাকাণ্ড

ম্যাজিস্ট্রেট কোর্টে ৫৫ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা, তদন্তের নির্দেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮
গতকাল বুধবার ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে “এথিস্ট ইন বাংলাদেশ” নামক একটি নাস্তিক ম্যাগাজিন ও তাদের লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করা হয়। উক্ত ম্যাগাজিনের ৫ম সংখ্যায় জোবায়ের হোসেন নামক এক লেখকের একটি লেখার বিরুদ্ধে মুন্সী মুকিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আদালতের ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এটিকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইন্টিলিজেন্সকে (পি বি আই) অভিযোগ তদন্ত করবার নির্দেশ দেন। উল্লেখ্য যে পি বি আই কে ২৮ শে নভেম্বরের ভেতর এই মামলার তদন্তের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই মামলার নাম্বার ৭১৯/২০১৮।
এই মামলাতে বাদীর অভিযোগ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট আদালতে ব্রিফিং এ বলেন ধর্মের প্রতি সমালোচনা বা বিরূপ মন্তব্যের সুযোগ নেই। এটি সমাজের ঐক্য নষ্ট করে। এদিকে খোঁজ নিয়ে জানা যায় এই ম্যাগাজিনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের সম্পর্কে কুৎসা রটিয়ে আসছে এবং এদের ব্যাপারে একাধিক মামলা আদালতে রয়েছে যার একটিতে ইতিমধ্যে পুলিশ চার্জশীটও দাখিল করেছে।
এই মামলার সম্পাদক আরিফুর রহমান, সহ সম্পাদক এম ডি তোফায়েল হোসেন  প্রকাশক সেকুলার পাব্লিকেশন্স সহ মোট অভিযুক্তের সংখ্যা ৫৫ জন। যাদের মধ্যে  রয়েছেন  (১) অরুনাংশ চক্রবর্তী (২) চিন্ময় দেবনাথ (৩) মোঃ তোফায়েল হোসেন (৪) আদনান সাকিব (৫) আব্দুর রহমান (৬) আবু হানিফ (৭) সৈয়দ মোহাম্মদ সজীব আবেদ (৮) সৈয়দ সানভী অনিক হোসেন (৯) তাশনুভা ফেরদৌসী (১০) নাঈমুল ইসলাম,(১১) এম ডি আব্দুল্লাহ আল হাসান, (১২) এইচ এম আতিকুর রহমান (১৩) আসিফ আবরার টিটু (১৪) আবুল হাসনাত (১৫) হায়াৎ হামিদ উল্লাহ রবিন (১৬) শাফি নেওয়াজ শিপু (১৭) মিল্টন কুমার দে (১৮) শারমিন জান্নাত ভুট্টো (১৯) আবু তাহের মোঃ মুস্তাফা (২০) সাইফুল ইসলাম (২১) আরমান আহমেদ (২২) নাজমুল হোসেন (২৩) সুজন চন্দ্র দেব (২৪) সুরঞ্জয় সরকার (২৫) সৈয়দ সামুন আলী (২৬) ফয়সাল হোসেন অনিক (২৭) আবদুল আহাদ শান্ত (২৮) সৈয়দ ইশতিয়াক হোসেন (২৯) পিনাকী দেব অপু (৩০) সোহাগ কাজী (৩১) এনায়েতুল হুদা (৩২) রুজভেল্ট হালদার (৩৩) ইয়াজ কাওসার (৩৪) মারুফ হাসান (৩৫) সৈয়দ ইশতিয়াক হোসেন শাওন (৩৬) তাহেরা সুলতানা (৩৭) ফারহানা ইয়াসমিন (৩৮) আবদুল আহাদ (৩৯) মাসুদ খান (৪০) এম ডি সাব্বির হোসাইন
(৪১) জাওয়াদ নির্ঝর (৪২) কিশোর দাশ (৪৩) হাফিজুর রহমান (৪৪) আব্দুল কাদের (৪৫) শিপন আহমেদ (৪৬)  এ এফ এম আব্দুল্লাহ মাসুম (৪৭) তামজিদ হোসাইন (৪৮) হোসনি মোবারক (৪৯) রাকিবুল ইসলাম পিন্টু (৫০) ফারজানা ইসলাম (৫১) বাণী মাহমুদ শুভ
এই ব্যাপারে মামলার বাদী জনাব মুন্সী মুকিদুল ইসলামের সাথে কথা বলে জানা যায় যে তিনি দীর্ঘদিন ধরে এই ম্যাগাজিনটির কার্যক্রম লক্ষ্য করে আসছেন। তিনি বলেন, ” এই ম্যাগাজিনটি নিজেদের সেক্যুলার বলে দাবী করলেও আসলে তারা ইসলাম বিদ্বেষী। তাদের সকল ক্রোধ এই ইসলামের বিরুদ্ধেই। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে তোহিদী জনতা শান্তি পাবে না।
এই মামলার সংবাদে হেফাজতের নেতা বাবুনগরী উচ্ছাস প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ, এভাবেই জাহান্নমের কীটদের শায়েস্তা করতে হবে। আইনের কাছ থেকে এরা বেঁচে গেলেও তোহিদী জনতার আদালত থেকে এদের নিস্তার নেই”
এই ব্যাপারে এই ম্যাগাজিনের সম্পাদক আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo