1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ

‘নির্বাচনে সব দলকে আনতে উদ্যোগ নিবে নির্বাচন কমিশন’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে সরকারের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে সব দলকে আনতে উদ্যোগ নিবে নির্বাচন কমিশন।’ বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নির্মাণাধীন পটিয়া বাইপাস সড়কের কাজের অগ্রগতি পরিদর্শনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাসহ সব নির্বাচনি কাজ করবে কমিশন। নির্বাচন পরিচালনা নিয়ে সরকারের কোনও করণীয় নেই। নির্বাচন কমিশন কোনও সহযোগিতা চাইলে সরকার শুধু সেই সহযোগিতা দিতে পারে।’
ওয়াবদুল কাদের বলেন, ‘বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক, আগামী নির্বাচনকে সামনে রেখে, ২০০১ সালের মতো নীলনকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না।’

পটিয়া বাইপাস সড়কের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ ৫ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়কটি নির্মাণে প্রায় একশ’ কোটি টাকার মতো খরচ হচ্ছে। প্রকল্পটি নির্ধারিত মেয়াদের ছয় মাস আগে শেষ হবে। আগমী বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও তার আগে জানুয়ারিতেই কাজটি শেষ হবে।’

এ সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চার লেনে উন্নীত করা হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার প্রক্রিয়া শুরু হয়েছে। ডিপিপি পরিকল্পনা কমিশনে জমা আছে। আমরা বিদেশি সংস্থা খুঁজছি। প্রধানমন্ত্রীর অনুরোধে জাইকা অর্থ সংস্থানে সম্মত হয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo