1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

মির্জাপুর গৌতমাশ্রম বিহারে দানোত্তম কঠিন চীবর দানানু অনুষ্ঠানে বক্তরা : গৌতম বুদ্ধের নীতি অনুসরণ করলে সমাজে কোন অশান্তি থাকবে না

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

কেশব কুমার বড়–য়া, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম।
হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে দানোত্তম কঠিন চীবর দানানু অনুষ্ঠানে বক্তরা বলেছেন, বৌদ্ধ র্ধমের প্রবক্তা গৌতম বুদ্ধের নীতি অনুসরণ করলে সমাজে কোন অশান্তি থাকবে না। বর্তমান সমাজ ব্যক্তি স্বার্থের মোহে অন্ধ হয়ে গেছে। সম্পদ বৃদ্ধির জন্য হানহানিতে লিপ্ত রয়েছে। মানুষকে বুঝতে হবে পৃথিবীতে কেউ স্থায়ী নয়। সকল প্রাণীকে এক দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এ কথা মানুষের মনে থাকেনা বলে সমাজে অশান্তি সৃষ্টি হয়। সম্পদ কোনো মানুষকে চিরস্থায়ী করে রাখতে পারে না। তাই সম্পাদর জন্য বিবাদে জড়িয়ে পড়ার কোনো হেতু নেই। নান্দোনিক ৬ষ্ট সংঘরাজ শ্রীমৎ ধর্মানন্দ মিলয়াতনে শনিবার (২৬ অক্টোবর) চীবর দান উপলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাটহাহাজারী অঞ্চলের আঞ্চলিক সংঘপ্রধান শ্রীমৎ আর্য্যশ্রী মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ বৌদ্ধ ধর্ম গুরু শ্রীমৎ শীলরতি মহাথেরো। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জ্ঞানরতœ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ মৈত্রীপ্রিয় মহাথেরো, শ্রীমৎ দ্বীপানন্দ মহাথেরো, শ্রীমৎ সাধনানন্দ মহাথেরো। শ্রীমৎ বোধি মিত্র ভিু।
সভার শুরুতে মঙ্গলারণ করেন শ্রীমৎ শীলজ্যোতি ভিু। সুব্রত বড়–য়া বন্ধন ও সুজন বড়–য়া মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কর্মবির শ্রীমৎ শাসনানন্দ মহাস্থবির বি.এ (সম্মান), এম.এ। স্বাগত বক্তব্য রাখেন গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা: মালি চন্দ্র বড়–য়া। এলাকাবাসীর প থেকে বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের কর্মকর্তা কৃষিবিদ অনুপম বড়–য়া, প্রগতি সংঘের সভাপতি মৃদুল বড়–য়া। ধন্যবাদ প্রদান করেন শিক প্রদীপ কুমার বড়–য়া। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির ধর্মীয় সম্পাদক সন্তোষ বড়–য়া বটন।
সকাল বেলা সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাহাজারী অঞ্চলের আঞ্চলিক সংঘপ্রধান শ্রীমৎ আর্য্যশ্রী মহাথেরো। সভার শুরুতে মঙ্গলাচরণ করেন ধর্মানন্দ শ্রামন ও রাহুলানন্দ শ্রামন। এতে ধর্মলোচনা করেন উপতিষ্য থের, জে সত্যপাল থের, বিজয়ানন্দ ভিক্ষু, সংঘ রি ভিু, লোকশ্রী ভিু ও হাটাহাজারী প্রেস কাব সভাপতি কেশব কুমার বড়–য়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo