1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

অভিনয়ের জন্য নগ্ন হতেও আপত্তি নেই কোয়েনার

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

পোর্টাল বাংলাদেশ ডেস্ক:

Koena mitra 00

সেক্সসিম্বল অভিনেত্রী কাম আইটেম গার্ল কোয়েনা মিত্রের অনেক দিন ধরে উপস্থিতি নেই বলিউডে| তেমন কোন মন পছন্দ চরিত্র না পাওয়াতেই মূলত নিজ থেকেই বলিউড থেকে দূরে সরে আছেন তিনি।অবশ্য মাঝে মধ্যে কোয়েনার টিভি উপস্থিতি ছিল বেশ ভালই।

কিছুদিন আগে তিনি চুক্তিবদ্ধ হন হলিউডের দুই দু’টি ছবিতে। যার মধ্যে সম্প্রতি একটি হলিউড ছবির কাজ শুরু করেছেন কোয়েনা। ছবিটির নাম ‘দ্য স্টোরি অব নাওমি’। ছবিটি পরিচালনা করছেন মাইকেল হারশেলস।ছবিতে কোয়েনা অভিনয় করছেন পরকিয়ায় আসক্ত একজন নারীর চরিত্রে। ইতোমধ্যে বেশ কিছু দৃশ্যের শুটিং শেষ করেছেন কোয়েনা।

জানা গেছে, এ ছবিতে একাধিক বিছানাদৃশ্য কাজ করছেন তিনি। এর বাইরে ব্যাপক খোলামেলা হয়েও ক্যামেরাবন্দি হবেন। ছবিটি নিয়ে অনেক উত্তেজিত তিনি। শুধু তাই নয়, এ ছবিতে অভিনয়ের জন্য নগ্ন হতেও আপত্তি নেই কোয়েনার।

এ বিষয়ে তিনি বলেন, প্রথমবারের মতো হলিউডের ছবিতে কাজ করছি। ছবিটির কাজ করতে গিয়ে অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। পরিচালকসহ শুটিং দলের সদস্যরা অনেক সহযোগিতা করছেন আমাকে।আর আমাকে আগেই বলা হয়েছিলো ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ বিছনাদৃশ্য রয়েছে। তাতে আমার কোন আপত্তি নেই।

আমি খুব জোর গলায় বলতে পারি, হলিউড ছবিতে চরিত্রের প্রয়োজনে নগ্ন হতেও আমার দ্বিধা নেই। কারণ, আমি নিজেকে প্রফেশনাল অভিনেত্রী মনে করি। সূত্র: ওয়েবসাইট

অনেক দিন ধরে উপস্থিতি বলিউডে নেই সেক্সসিম্বল অভিনেত্রী কাম আইটেম গার্ল কোয়েনা মিত্রের। তেমন কোন মন পছন্দ চরিত্র না পাওয়াতেই মূলত নিজ থেকেই বলিউড থেকে দূরে সরে আছেন তিনি।

এর মধ্যে অবশ্য মাঝে মধ্যে কোয়েনার টিভি উপস্থিতি ছিল বেশ ভালই। কিছুদিন আগে তিনি চুক্তিবদ্ধ হন হলিউডের দুই দু’টি ছবিতে। যার মধ্যে সম্প্রতি একটি হলিউড ছবির কাজ শুরু করেছেন কোয়েনা। ছবিটির নাম ‘দ্য স্টোরি অব নাওমি’। ছবিটি পরিচালনা করছেন মাইকেল হারশেলস।

ছবিতে কোয়েনা অভিনয় করছেন পরকিয়ায় আসক্ত একজন নারীর চরিত্রে। ইতোমধ্যে বেশ কিছু দৃশ্যের শুটিং শেষ করেছেন কোয়েনা।

জানা গেছে, এ ছবিতে একাধিক বিছানাদৃশ্য কাজ করছেন তিনি। এর বাইরে ব্যাপক খোলামেলা হয়েও ক্যামেরাবন্দি হবেন। ছবিটি নিয়ে অনেক উত্তেজিত তিনি। শুধু তাই নয়, এ ছবিতে অভিনয়ের জন্য নগ্ন হতেও আপত্তি নেই কোয়েনার।

এ বিষয়ে তিনি বলেন, প্রথমবারের মতো হলিউডের ছবিতে কাজ করছি। ছবিটির কাজ করতে গিয়ে অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। পরিচালকসহ শুটিং দলের সদস্যরা অনেক সহযোগিতা করছেন আমাকে।আর আমাকে আগেই বলা হয়েছিলো ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ বিছনাদৃশ্য রয়েছে। তাতে আমার কোন আপত্তি নেই।

আমি খুব জোর গলায় বলতে পারি, হলিউড ছবিতে চরিত্রের প্রয়োজনে নগ্ন হতেও আমার দ্বিধা নেই। কারণ, আমি নিজেকে প্রফেশনাল অভিনেত্রী মনে করি। সূত্র: ওয়েবসাইট

– See more at: http://www.sheershanews.com/2013/10/30/9596#sthash.Ob2578Bo.dpuf

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo