সামরিক অনুশীলনে বিস্ফোরকের ব্যবহারের কারণেই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দাবানল শুরু হয়েছে বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের ফায়ার সার্ভিস কর্মকর্তারা। গত সপ্তাহে ব্লু মাউন্টেইন এলাকার কাছের সেনা ঘাঁটিতে অনুশীলন চালানো হয়।
চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল আংশিক নিয়ন্ত্রণে আনলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা। এরই মধ্যে পুড়ে গেছে শত শত ঘরবাড়ি। ঘর ছাড়া হাজারো মানুষ এখনো নিজ ভূমে ফিরতে পারেননি। মাত্রাতিরিক্ত গরম ও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যজুড়ে মোট ৫৯টি স্থানে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর তিন হাজারেরও বেশি কর্মী।