1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ

বহদ্দারহাট ফাইওভারের নীচে কোরবাণীর পশুর বর্জ ৪দিনেও পরিস্কার হয়নি

  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

প্রতিবেদক: আহমদ রশিদ বাহাদুর:

Bohoddahat Flyover

কোরবাণের ঈদে চট্টগ্রাম নগরীর অনেক জায়গায় পশুর বর্জ ও নাড়িভূড়ির গন্ধে পরিবেশ দূষণ এর সৃষ্টি করছে। ঈদের বন্ধের সুযোগে সদ্য উদ্বোধনকৃত চট্টগ্রামের বহদ্দারহাট ফাইওভার দেখতে অনেকে ছেলেমেয়ে নিয়ে দেখতে ভিড় জমাচ্ছেন। দর্শনার্থীরা ফাইওভারের উপরে যেমন দেখছেন তেমনি ফাইওভারের নিচের অবস্থাও দেখছেন। কিন্তু আজ ১৯ অক্টোবর ২০১৩ তারিখেও গিয়ে দেখা যায় বহদ্দারহাট বারই পাড়ার গলির মুখ বরাবর ফাইওভারের পিলারের গোড়ায় কোরবানের পশুর বর্জ আশপাশের পরিবেশকে দূর্গন্ধযুক্ত করে রেখেছে। বর্জের মধ্যে পোকায় গিজ গিজ করছে। কোরবাণের ৪দিন পর এভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গায় কোরবাণীর পশুর বর্জ পরিস্কার না হওয়াটা দু:খজনক। সেটা নিয়মিত চলাচলের রাস্তা হওয়ায় শত শত মানুষ এই অস্বাস্থ্যকর পরিবেশের স্বীকার হচ্ছে। পর্যবেক মহলের দাবী হচ্ছে যত দ্রুত সম্ভব ঐ বর্জ পরিস্কার করে আশপাশের পরিবেশকে দূষণ মুক্ত করা হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo