নিজস্ব সংবাদদাতা, ঢাকা:
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে আজ ঢাকার সায়েদাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এই সমাবেশ থেকে অবিলম্বে সকল ‘নাস্তিক্যবাদী’ ব্লগ ও ওয়েবসাইট বন্ধ এবং অভিযুক্ত ব্লগারদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা ‘রাসুলকে (সাঃ) নিয়ে নোংরামি’ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে স্লোগান দেন।
সমাবেশে হেফাজত নেতা শায়েখুল করিম তীব্র ভাষায় অভিযুক্ত ব্লগারদের সমালোচনা করেন এবং তাদের “মুরতাদ” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এইসব নাস্তিক কুকুরদের কথা একজন মুসলিম হিসেবে মেনে নিতে পারিনি… এদেরকে কতল (হত্যা) করা… সকল মুসলিমদের ওপর ওয়াজিব হয়ে গেছে।”
তিনি আসিফ মহিউদ্দিন, আসাদ নুর, ইশতিয়াক আহমেদ, সাইফুর রহমান, সুব্রত শুভ, সৈয়দা মহসিনা ডালিয়া, নিলুফার হক সহ প্রায় ১৮ জন ব্লগারের একটি তালিকা উল্লেখ করে তাদের “কঠোর হাতে দমন” করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে মুফতি আহমদ উল্লাহ জিহাদী নামে আরেক ইসলামী বক্তা বলেন, “এদেশে নাস্তিক কুলাঙ্গারদের কোনও জায়গা হবেনা। আল্লাহর দেশে থাকতে হলে আল্লাহকে মানতেই হবে।”
মিছিলে অংশগ্রহণকারী একাধিক কর্মী সাংবাদিকদের বলেন, হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কোনও মন্তব্য করা হলে প্রতিবাদকারীকে “এই পৃথিবী থেকে বিদায় করা” তারা “ঈমানী দায়িত্ব” বলে মনে করেন।
বিক্ষোভ থেকে ‘সংশয়’, ‘মুক্তমনা’, ‘এথিস্ট জাংশন’, ‘অধার্মিক’ সহ বেশ কয়েকটি ওয়েবসাইট স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো হয়। এছাড়া, অনলাইন বা অফলাইনে ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের “সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর” জন্য আইন প্রণয়নেরও দাবি তোলেন তারা।