গতকাল রাজধানী ঢাকা সহ সারাদেশের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে দেখা যায় যুক্তরাজ্য প্রবাসী সমকামী অধিকার বিষয়ক ব্লগার জয় বিশ্বাস-এর নাগরিকত্ব বাতিলের দাবিতে দেয়াল গ্রাফিতি। এ নিয়ে ব্লগার ও মানবাধিকার কর্মীদের মধ্যে এক ধরনের আতংক লক্ষ্য করা যায়।
উক্ত দেয়াল লিখনে লেখা ছিলঃ “ব্যাভিচারকারী, সমকামী, আল্লাহর গজবপ্রাপ্ত নাস্তিক ব্লগার জয় বিশ্বাস -কে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে”
আরও লেখা ছিলঃ “নাস্তিক, কুলাঙ্গার, ইসলামের শত্রু ব্লগার জয় বিশ্বাস-কে অবিলম্বে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দাও, দিতে হবে”
তবে কে বা কারা এই দেয়াল লিখন করেছে তার খোঁজ মিলেনি এখনও।