1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ

‘কমান্ডো’ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জাহারা মিতুর

  • আপডেটের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

কলকাতার সুপারস্টার দেবের প্রথম বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটিতে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নায়িকা জাহারা মিতু। ইতোমধ্যে অনেকখানি শুটিংও সম্পন্ন হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে, সিরিজ বোমা হামলার ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত! এমনকি পরিচালকের সঙ্গে প্রযোজকের মনোমালিন্য, নায়িকার সঙ্গেও সর্ম্পকের অবনতির খবরও চাউর হয়েছে। তবে গুঞ্জনটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ‘কমান্ডো’র নায়িকা জাহারা মিতু। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গতকাল রাতে বাসার পাশে আগুন লাগায় ঘুমিয়েছি সকালে। মাত্র ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কিছু অদ্ভুত নিউজ। কিছু নিউজ চোখে পড়ছে কমান্ডো নিয়ে, যেখানে অনেকেই দাবি করছেন কমান্ডোর ভবিষ্যৎ অনিশ্চিত। দাবি করা হচ্ছে প্রযোজক এবং পরিচালকের সঙ্গে আমার সম্পর্কের অবনতি। ভাই, সিরিয়াসলি? আপনারা এসব মনগড়া খবর পান কোথায়?’

প্রজোজক-পরিচালকের সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘প্রযোজক সেলিম ভাই কিংবা পরিচালক রনি ভাই দুজনই মারাত্মক প্রফেশনাল আমার সঙ্গে। এই প্রজেক্ট যখন আমার কাছে অফার করা হয়েছে তখন থেকেই। কাজের বাইরে তাদের সঙ্গে আমার তো কোনো কথা হওয়ার কথা নয়। কাজ-সংক্রান্ত ব্যাপারেই একমাত্র আমার সঙ্গে তাদের সম্পর্ক।’

প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্পষ্ট করে মিতু লিখেছেন, ‘সেলিম ভাই গত মাসেও কল করে বলেছিলেন ডিসেম্বরের ১ তারিখ থেকে কমান্ডো শুরু হচ্ছে। তবে আমাদের সম্পূর্ণ শুটিং থাইল্যান্ডে হওয়ার পরিকল্পনা থাকায় এবং থাইল্যান্ডে এখন শুটিং অনুমতি না থাকায় আমাদের নতুন করে ডেট ঠিক করতে হবে, যেটা আমাকে ইতোমধ্যেই জানানো হয়েছে।’

‘কমান্ডো’ নিয়ে চলমান গুঞ্জনে বিভ্রান্ত হয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করেন মিতু। তিনি লিখেছেন, ‘নিউজ দেখে সেলিম ভাইয়ের সঙ্গে আবারও কথা বললাম, তিনি বললেন সবাইকে জানাতে যে, কমান্ডোর নতুন শিডিউল ঠিক করা মাত্রই তা জানানো হবে।’

নায়িকা লিখেছেন, ‘কমান্ডো শাপলা মিডিয়ার একটি স্বপ্নের প্রজেক্ট, সুপারস্টার দেবের বাংলাদেশের প্রথম প্রজেক্ট, আর আমার জন্য অবশ্যই স্বপ্নের চেয়ে বেশি। তাই কমান্ডো নিয়ে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক নিউজ না ছড়াতে অনুরোধ করছি। আমার সঙ্গে কোনো কথা না বলে যেখানে-সেখানে আমার মন্তব্য জুড়ে দেওয়ার নামে নিজেদের ইচ্ছামতো কিছু না লিখতেও অনুরোধ করছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo