বিগত বছরের সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা নম্বর ৬৩৫/২০২০ এর ভিত্তিতে গত সোমবার ন্যাশনালিস্ট ভিউর সাথে সংশ্লিষ্ট ৫ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন সাইবার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক।
উক্ত মামলার আসামীরা হলেনঃ এমডি আব্দুন নাফি, এমডি মোস্তাফিজুর রহমান চৌধুরী, এমডি এনামুল হক, খন্দকার মোহাম্মদ নাসির সারোয়ার ও চিন্ময় দেবনাথ।
উক্ত মামলার বাদী মোঃ রাকিবুল ইসলাম বিগত বছর অভিযোগ করেন যে ন্যাশনালিস্ট ভিউ ওয়েবসাইটের সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ তথা আওয়ামীলীগ এর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রমূলক লেখালেখি করেন এই ওয়েবসাইটে। শুধু তাই নয়, করোনা মহামারির মতো সংবেদনশীল বিষয়েও তারা মিথ্যা তথ্য দিয়ে আওয়ামীলীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করার মতো কুটিল ষড়যন্ত্রও করেছিলেন তারা। একজন আওয়ামীলীগ কর্মী ও বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এসব অপপ্রচার তিনি কোনভাবেই মানতে পারেননি বিধায় আইনের আশ্রয় নিয়েছিলেন। উক্ত বাদী মোঃ রাকিবুল ইসলামের সাথে এই গ্রেফতারী পরোয়ানার বিষয়ে কথা বললে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আসলে আরও আগে এই ষড়যন্ত্রকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দরকার ছিল। তবে আশা করি এবার এরা একে একে সকলেই গ্রেফতার হবে এবং আদালত তাঁদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন।”
উল্লেখ্য যে গত বছর সেপ্টেম্বর মাসে মোঃ রাকিবুল ইসলাম ন্যাশনালিস্ট ভিউ নামের ওয়েবসাইটের মডি আব্দুন নাফি, এমডি মোস্তাফিজুর রহমান চৌধুরী, এমডি এনামুল হক, খন্দকার মোহাম্মদ নাসির সারোয়ার ও চিন্ময় দেবনাথ -এর বিরুদ্ধে করোনা মহামারি নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও বাংলাদেশ তথা আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে একটি পিটিশন মামলা দায়ের করেন।