1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

ঈদের তৃতীয় দিনের নাটক-টেলিছবি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ঈদে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কয়েকদিন ধরে থাকে বিশেষ আয়োজন। এর মধ্যে নাটক-টেলিছবি নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায়। ঈদের তৃতীয় দিন কোন চ্যানেলে কী নাটক-টেলিছবি থাকছে তা জেনে নিন।

‘শান্ত কেন অশান্ত’

নাগরিক টিভিতে রাত ৯টায় রয়েছে ঈদের বিশেষ নাটক ‘শান্ত কেন অশান্ত’। অভিনয়ে মিলন, সালাউদ্দিন লাভলু, নাবিলা।

‘গৃহমায়া’

বিটিভিতে ঈদের ৩য় দিন রাত ৮টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘গৃহমায়া’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। আর এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। অভিনয় করেছেন তারিন, রওনক হাসান, আল মামুন, মিলি বাশার, এফ এস নাঈম, নাবিলা ও ইভন।

‘ঘটনা সত্য’

চ্যানেল আইতে ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ঘটনা সত্য’। রাজিব আহমেদের রচনায় ও রুবেল হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী।

স্যাক্রিফাইস

দেশ টিভিতে রাত ৭টা ৪৫ মিনিটে থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটক ‘স্যাক্রিফাইস’। অভিনয়ে মুশফিক ফারহান, সারিকা সাবাহ, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু।

‘আগডুম বাগডুম’

চ্যানেল আইতে বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘আগডুম বাগডুম’। রচনায় রাজিব আহমেদ, পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।

‘ফরেন লাভার’

একুশে টিভিতে রাত ৮টায় ঈদের বিশেষ একক নাটক ‘ফরেন লাভার’। অভিনয়ে মিশু সাব্বির, আবিদা বুশরা।

‘সিঙ্গেলস ক্লাব’

একুশে টিভিতে রাত ১০টায় থাকছে ঈদের বিশেষ একক নাটক ‘সিঙ্গেল’স ক্লাব’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, চমক মনু, রাসেল, রোকন।

‘দ্বিতীয় সূচনা’

চ্যানেল আইতে রাত ৭টা ৪০ মিনিটে ‘দ্বিতীয় সূচনা’। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় অভিনয়ে ছিলেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, ইন্তেখাব দিনার।

শোকসভা

চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘শোকসভা’। ইশতিয়াক অয়ন রচনায় ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিন, মুনিরা মিঠু, রাশেদ মামুন অপু, মৌরি মৌ।

‘সাহসিকা’

দীপ্ত টিভিতে বিকেল ৪টায় রয়েছে তানিম রহমান অংশুর টিভি ফিচার ফিল্ম ‘সাহসিকা’। অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা, তানজিন তিশা, মনোজ প্রামাণিক, আশীষ খন্দকার, নাদিয়া।

‘কি জানি কি হয়’

দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টায় রয়েছে গৌতম কৈরীর পরিচালনায় নাটক ‘কি জানি কি হয়’। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিন।

‘কাবিননামা’

রাত ০৮টায় প্রচার হবে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটক ‘কাবিননামা’। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল।

‘ব্যা-আক্কেল’

রাত ১২টা ১০মিনিটে মেহেদী হাসান সোমেনের পরিচালনায় ‘ব্যা-আক্কেল’। অভিনয়ে আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ এবং জয়রাজ।

‘স্ক্রিনশট’

রাত ৭ টা ৩০ মিনিটে প্রচার হবে ইমরাউল রাফাতের ‘স্ক্রিনশট’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।

‘ভাইয়ের সাথে একান্ত আলাপে’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo