1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
উপকূলে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী-শিশুসহ ৯ দগ্ধ উত্তরা বিমান দুর্ঘটনায় এক মাসের মধ্যে আরও এক শিক্ষার্থীর মৃত্যু নির্বাচনমুখী জনগণই ষড়যন্ত্র কাজ করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা বর্ষণ হতে পারে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার বা সোমবার ইসির ইউটিউব চ্যানেল উদ্বোধন ও এআই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বার্তা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী সুখরঞ্জন বালির অপহরণ ও নির্যাতনের অভিযোগ শর্ত পূরণ না হলে নির্বাচন নয়: জামায়াত পূর্বাচলে সাগর-রুনির ছেলে মেঘের জন্য জমির দলিল হস্তান্তর

এথিস্ট ইন বাংলাদেশের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের

  • আপডেটের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০১৯

গত ১৯ শে অগাস্ট ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে ৬১ জন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্টের ২২ নম্বর আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার নাম্বার ১৪৫৭/১৯।

মামলার বাদী মোঃ আরিফ উদ্দিন হেফাজত ইসলামের একজন কর্মী বলে জানা যায়। এইদিন সোমবার এই মামলাকে ঘিরে আদালতে তীব্র উত্তেজনা দেখা যায় এবং হেফাজতের শত শত কর্মীরা আদালত প্রাঙ্গন ঘিরে রাখে। মামলা দায়েরের পর তারা নারায়ে তাকবীর আল্লহ হু আকবর বলে স্লোগান দিতে দিতে দিতে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে অগ্রসর হয়। এই সময় এই  মিছিল থেকে কিছু রিকশা ও গাড়ি ভাংচুর করা হয়।

আদালত সূত্রে জানা যায় মামলার বাদী মোঃ আরিফ উদ্দিন “এথিস্ট ইন বাংলাদেশ” নামক একটি ইসলাম বিদ্বেষী ম্যগাজিনের বিরুদ্ধে বাংলাদেশ পেনাল কোডের ২৯৫ ধারাতে ধর্ম অবমাননার মামলা দাখিল করেন। এই মামলায় ম্যাগাজিনটির সম্পাদক আরমান আহমেদকে এই মামলার মূল আসামী দেখানো হয়। উল্লেখ্য এই সম্পাদকের বিরুদ্ধে অনেক আগের থেকেই ধর্ম অবমাননার অভিযোগ রয়েছে  এবং এই ম্যাগাজনের মাধ্যমে তিনি অনেক দিন ধরেই আল্লাহ, রাসুল,সাহাবাগন সহ সমগ্র মুস্লিম বিশ্বের বিরুদ্ধে নিয়োজিত রয়েছেন বলে জানা যায়।

আরো জানা যায় যে এই উক্ত ম্যাগাজিনটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শান্তি প্রিয় ইসলামী জনতার আবেগের বিরুদ্ধে অত্যন্ত কদর্য ভাষায় ইসলামকে আক্রমণ করে লেখালেখি চালিয়ে আসছে। আরমান আহমেদ সম্পাদিত ও সেক্যুলার পাব্লিশার্স কর্তৃক প্রকাশিত এই ম্যাগাজিনটির বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ বেশ পুরোনো। এই মামলাতে সর্বমোট ৬১ জন ব্যাক্তিকে আসামী করা হয় যারা হচ্ছেন মূল আসামী এই ,ইয়াগাজিনের সম্পাদক আরমান আহমেদ। বাকিরা হলেন কে আম মাহফুযুর রহমান, তানভীর আহমেদ, আমিনুল হক, কাজী ওয়াহিদুজ্জামান, প্রশান্ত বাড়ই,আদনান সাকিব,এম ডি ওমর ফারুক, সেক্যুলার পাবলিশার্স, মোহাম্মদ ওমর সানী, শ্রাবনী শিকদার, হায়াত হামিদুল্লাহ রবিন, এম ডি তোফায়েল হোসেন,ফারজানা ইসলাম, রুমানা আফরোজ রাখি,মোহাম্মদ এমাদ, বিপ্লব পাল,আনিকা হক মল্লিক, অরুণাংশ চক্রবর্তী, সাইফুল ইসলাম, আসিফ আবরার টিটু, রাশেদুল আলম, চিন্ময় দেবনাথ, জোবায়ের হোসেন, এম ডি আনিছুজ্জামান, মিফতাহুর রহমান,আব্দুর রহমান, এনামুল হক, কামরুন্নাহের শাহানা,সৈয়দ সামুন আলী,শিপন আহমেদ, আবু হানিফ,এম ডি মাহাদি হাসান,এম ডি রেজাউল ইসলাম সহ আরো অনেকেই।

এই ব্যাপারে বাদী মোঃ আরিফ উদ্দিনের সাথে কথা যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই এথিস্ট ইন বাংলাদেশ ম্যাগাজিনটি ইসলামের শত্রু। এইখানের লেখকেরা ক্রমাগতভাবে প্রতিদিন ইসলামকে নানাভাবে অপমান ও অপদস্ত করে যায় কিন্তু সরকার কিংবা তাদের স্বরাষ্ট্র মন্ত্রনালয় একটি কথাও বলে না”

তিনি আরো বলেন, “আল্লাহর জমিনে কোনো নাস্তিকের বাচ্চার ঠাঁই হবে না। আর নাজমুল হোসেন ওরফে ঘাতককে দেশে নিয়ে এসে প্রকাশ্যে বায়তুল মোকাররম মসজিদের সামনে শিরচ্ছেদ করতে হবে”

বাংলাদেশে তো প্রকাশ্যে শিরচ্ছেদের আইন নেই বা পদ্ধতি নেই তাহলে তিনি কেন এমন দাবী করছেন, এই প্রশ্নের জবাবে জনাব আরিফ বলেন, ৯৮% মুসলমানের দেশে শরীয়া আইন করতে হবে, তা না হলে এই দেশে কোন সরকার টিকে থাকবে না।

এই ব্যাপারে মূল আসামীদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনি। এদিকে এই ঘটনার রেশ ধরে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছিলো অত্যন্ত সরব। সেখানে নানাবিধ মিসগ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করা হলে তাঁরা এই ব্যাপারে কোনো রকমের মন্তব্য করা হবে না বলে আমাদের প্রতিবেদককে জানান।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo