1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ

চলচ্চিত্রে প্রত্যাবর্তন প্রীতি জিন্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
ছবি: সংগৃহীত

‘ভাইয়াজি সুপারহিট’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডের রুপালি জগতে ফিরছেন একসময়ে হার্টথ্রব অভিনেত্রী প্রীতি জিন্তা।

সম্প্রতি প্রীতি নিজেই সামাজিকমাধ্যমে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পোস্টার প্রকাশ করেছেন।

পোস্টারে সেখানে উজ্জ্বল লাল শাড়িতে হাতে একটা পিস্তল নিয়ে প্রীতিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে প্রীতি লেখেন- ‘ব্যাক উইথ এ ব্যাং! ‘ভাইয়াজি সুপারহিট’ ছবির স্বপ্না দুবের (প্রীতির চরিত্রের নাম) সঙ্গে আলাপ করে নিন। ১৯ অক্টোবর আপনাদের নিকটবর্তী সিনেমা হলে দেখা হবে।’

এ ছাড়া তিনি হ্যাশট্যাগ যোগ করে লেখেন #PZisBack

প্রীতির সঙ্গে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় সানি দেওলকে দেখা যাবে বলেও শোনা গেছে।

নীরজ পাঠক পরিচালিত ‘ভাইয়াজি সুপারহিট’ অ্যাকশন-কমেডি ধর্মী ছবি।

প্রীতি ও সানি দেওল ছাড়াও এ ছবিতে আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, আমিশা প্যাটেল, ইভেল্যান শর্মা, প্রকাশ রাজ ও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে।

গত মাসে সানি দেওল এ ছবির পোস্টার সামাজিকমাধ্যমে পোস্ট করে লেখেন- ‘শুধু আপনাদের জন্য রইল ‘ভাইয়াজি সুপারহিট’ ছবির প্রথম ঝলক।

‘ভাইয়াজি সুপারহিট’ ছবি গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণবশত তা ১৯ অক্টোবর মুক্তি পাবে।

১৯৯৮ সালে প্রীতি জিন্তা ‘দিল সে’ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। এর পর ‘দিল চাহতা হ্যায়’, ‘ভীর জারা’, ‘কোই মিল গায়া’ ছবিতে তাকে দেখা যায়।

সর্বশেষ ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে প্রীতিকে বিশেষ ভূমিকায় দেখা গেছে। সূত্র : এনডিটিভি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo