1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারকে হত্যার হুমকি আনসারুল্লার

  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমিকে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠিটি মঙ্গলবার তিনি হাতে পান। ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার নিকুঞ্জ-২-এর পল্লী বিদ্যুৎ বিভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ খান বাংলা ট্রিবিউনকে জানান, ম্যাজিস্টেট কামরুন্নাহারকে আনসারুল্লাহর পক্ষ থেকে হুমকি দিয়ে পাঠানো চিঠিটি নিলফামারীর কিশোরগঞ্জ থানার বেতগাড়ি  থেকে ডাকযোগে নিকুঞ্জের ঠিকানায় পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ‘পত্রের প্রথমে আমার আন্তরিক অভিনন্দন নেবেন। অপ্রিয় হলেও সত্য যে, আপনার পরিবার ও আপনার জীবন খুবই বিপদের মাঝামাঝি অবস্থান করছে। আমি দলীয় প্রধান হিসেবে আপনাকে জানাচ্ছি যে, যদি আপনাকে না জানাই তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই প্রথম ও শেষবারের মতো বলছি, দেখুন আপনাকে ও আপনার পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘আপনি যদি নিজেসহ পরিবারের সবাইকে নিয়ে বাঁচতে চান, তাহলে আগামী ১০ দিনের মাঝে এখান থেকে বদলি নিয়ে চলে যান। না হলে আপনাকে কোনওভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। কসম আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর, আমি আপনাকে বাঁচাতে পারব না। যদি এই কথাগুলোকে অবহেলা করেন, খোদার কসম হতে পারে, সেই দিনই আপনার শেষ দিন।’

চিঠিতে বলা হয়, ‘আপনার মৃত্যু আপনার সামনেই চলাফেরা করছে। মনে রাখবেন, সাগর-রুনিকেও সাবধান করেছিলাম। পরে কী হয়েছে, তাতো জানাই আছে। পরিবার ও জীবনের যদি এতটুকু মায়া থেকে থাকে, তাহলে বদলি নিন। ন্যায় বিচার করুন। জীবনটাই না থাকলে সম্মান আর টাকা-পয়সা দিয়ে কী হবে? চাকরিটাই ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। অনেক টাকা কামিয়েছেন,  যদি আমি নিজে না দেখতাম, তাহলে আপনাকে হত্যা করার কোনও প্রশ্নই ছিল না। নিজের কথা না ভাবলেও বাচ্চাটার কথা ভাবুন।

ম্যাজিস্ট্রেট রুমিকে সতর্ক করে চিঠিতে আরও বলা হয়, ‘একবারও মনে করবেন না এটা উড়ো চিঠি। মনে রাখবেন, আপনাকে হত্যা করলে হাজার হাজার নিরীহ মানুষের দোয়া আমাদের ওপর থাকবে। তাই আবার বলছি বদলি নিয়ে চলে যান। আল্লাহর কসম বিষয়গুলো যত জানাজানি হবে, ততটাই বিপদ হবে আপনার চলাচলের জন্য। আপনার দিন আজ থেকেই শুরু হলো।’

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এস আই আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি তারা শুনেছেন। তবে রাত ৭টা পর্যন্ত তাদের কাছে এমন কোনও অভিযোগ আসেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo