1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

সানির সঙ্গে কাজ করতে পারলে খুশি হবো: আমির

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

সাবেক পর্ন তারকা সানি লিওনকে নিয়ে সেই বিতর্কিত সাক্ষাত্কারের কথা সবাই জানেন। এনিয়ে সাক্ষাত্কার গ্রহীতাকে ব্যাপক সমালোচনার শিকার হতে হচ্ছে। ভারতের বড় বড় অভিনেতারা সানি লিওনের পাশে এসে দাঁড়িয়েছেন। এবার সানি তার পাশে পেলেন বলিউড পারফেকশনিস্ট আমির খানকে। সানিকে নিয়ে করা ওই সাক্ষাত্কারের বিষয়ে আমির খান তার টুইটার এবং ফেসবুক পাতায় লিখেছেন, সানি ওই সাংবাদিকের প্রশ্নের জবাব যেভাবে দিয়েছেন খুব ভালো করেছেন। সানির জায়গায় আমি থাকলে আমিও একই উত্তর দিতাম।

৫০ বছর বয়সী এ অভিনেতা আরো বলেন, সানির সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হবো। ওই সাংবাদিক সানির যেসব অতীত সাক্ষাত্কারে নিয়ে এসেছেন সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমির খানের সমর্থন পাওয়াটা খুব সৌভাগ্যের বিষয়। সেটা কে না জানে? সানিও ভালো করেই জানেন। বলিউডের এতো বড় মাপের অভিনেতার কাছ থেকে সমর্থন পেয়ে তাকে ধন্যবাদ জানাতে ভুলেননি এ ইন্দো-কানাডিয়ান। এক টুইট বার্তায় সানি লিওন লিখেছেন, আমিরের কারণে তার গোটা বছরটাই পাল্টে গেল। তাকে অনেক শ্রদ্ধাও জানান সানি। সম্প্রতি একটি ভারতীয় নিউজ চ্যানেল সানি লিওনের সাক্ষাত্কার নেয়। সেখানে সানিকে প্রশ্ন করা হয়, পর্ন তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়? এ সব জানার পরেও আমির খানের মতো তারকা আপনার সঙ্গে কাজ করবেন? তার উত্তরে যথেষ্ট সংযত ছিলেন সানি। তিনি বলেন, যা করেছি বেশ করেছি। আমি ও সব নিয়ে ভাবিই না। হয়তো আমির কাজ করবেন না। তবে তিনিই এটা ভাল বলতে পারবেন। হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব। সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার অতীত নয়। তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না।

সাক্ষাত্কার চলাকালীন অনস্ক্রিন তিনি ভেঙে পড়েননি ঠিকই। কিন্তু ক্যামেরা বন্ধ হতেই কেঁদে ফেললেন সানি লিওন। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার ঘটনার পর মিডিয়ার কাছে প্রকাশ করেছেন এই তথ্য।  ওই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে সত্যিই কি এ ভাবে কারও অতীত নিয়ে খোঁচা দেয়া সাংবাদমাধ্যমের কাজ? ক্যামেরার সামনে সানি লিওনকে বিব্রত করাই কি মূল উদ্দেশ্য ছিল? এর সঠিক উত্তর না মিললেও সানির পাশেই দাঁড়িয়ে ওই সাংবাদিককেই কাঠগড়ায় তুলেছেন বলিউডের একটা বড় অংশ। এ বার আমিরও এসে দাঁড়ালেন সানির পাশেই।

সূত্র: এনডিটিভি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo