টামারার অভিযোগ, টুইটার ‘জেনে অথবা ইচ্ছাকৃতভাবে চুপ থেকে’ সন্ত্রাসীদের এই প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দিয়েছে, যাতে তারা নিজেদের বক্তব্য প্রচার, অর্থ সংগ্রহ ও সদস্য সংগ্রহের কাজ করতে পেরেছে। সান ফ্রান্সিসকোভিত্তিক টুইটার কর্তৃপক্ষ কিছুদিন আগ পর্যন্ত আইএসকে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট চালিয়ে যেতে দিয়েছে বলে অভিযাগ করেন তিনি।
“টুইটার ছাড়া গত কয়েক বছরে আইএসের এত শক্তি সঞ্চয় করে বিশ্বের সবচেয়ে ভীতিকর সন্ত্রাসী গোষ্ঠীতে রূপ নেওয়া সম্ভব হত না,” বলেছেন টামারা। টুইটার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। এক বিবৃতিতে ওই অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে টুইটার কর্তৃপক্ষ।“এই মামলার কোনো ভিত্তি নেই বলে আমরা বিশ্বাস করি। তবে ওই পরিবারের অপূরণীয় ক্ষতির কথা জেনে আমরা গভীরভাবে ব্যথিত।”
অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো টুইটারেও সহিংসতার হুমকি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হয় না বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।