তিনি বলেন, ‘ভালো বেতনে কাজের প্রলোভন দেখিয়ে’ ওই ২৩ নারী-পুরুষকে অবৈধভাবে ভারতে পাচার করা হচ্ছিল।
“বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এবং চেকপোস্ট সংলগ্ন রেললাইন থেকে ২৩ জনকে আটক করা হয়।”
আটকদের মধ্যে ১০ পুরুষ ও ১৩ জন নারী। তাদের বাড়ি যশোর, বরিশাল ও নড়াইলের বিভিন্ন এলাকায়।
তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের হয়েছে বলে সুবেদার হামিদ জানান।