সিনেমা ও টেলিভিশন রিয়েলিটি শো— সবখানে সালমান খানের জনপ্রিয়তা অক্ষূণ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাঁর বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত “সিকান্দার” সিনেমাটিও দর্শকদের মনোযোগ কাটিয়ে উঠতে পারেনি। এর পাশাপাশি গুঞ্জন উঠেছিল যে, তিনি টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস-১৯-এ অসাধারণ পারিশ্রমিক নিচ্ছেন। তবে শো শুরুর আগে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠে, জানা যায় যে, সালমান খান এক লাফে প্রায় ১০০ কোটি রুপি পারিশ্রমিক কম নিচ্ছেন।