আজ বুধবার (২০ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ঢাকা গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
সংবাদ সম্মেলনে প্যানেলটির নাম দেওয়া হয়েছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যারা এ আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা-ও উপস্থিত ছিলেন।
অতিরিক্তভাবে, সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। এই নির্বাচনে বাগছাসের পক্ষ থেকে ২৮টি পদের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর জন্য খালি রাখা হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতা করছে এমন প্রার্থীদের মধ্যে রয়েছে:
– মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: মো. হাসিবুল ইসলাম
– বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আহাদ বিন ইসলাম শোয়েব
– কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মিতু আক্তার
– আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোহাম্মদ সাকিব
– সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নাহিয়ান ফারুক
– ক্রীড়া সম্পাদক: আলামিন সরকার
– ছাত্র পরিবহন সম্পাদক: মো. ইসমাইল হোসেন রুদ্র
– সমাজসেবা সম্পাদক: মহির আলম
– গবেষণা ও প্রকাশনা সম্পাদক: আহত সানজিদা হক তন্বী
– ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: রেজোয়ান আহমেদ রিফাত
– স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সাব্বির আহমেদ
– মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: আনিকা তাহসিনা
এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন: মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল জবিউল্লাহ নাহিদ, তাপসী রাবেয়া, আরমানুল হক, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওরিন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।
আগামী নির্বাচন বা প্যানেল ঘোষণা নিয়ে এর আগে ওই দিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলন করে প্যানেলটি ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।