1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার বা সোমবার পূর্বাচলে সাগর-রুনির ছেলে মেঘের জন্য জমির দলিল হস্তান্তর ইসির ইউটিউব চ্যানেল উদ্বোধন ও এআই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বার্তা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী সুখরঞ্জন বালির অপহরণ ও নির্যাতনের অভিযোগ শর্ত পূরণ না হলে নির্বাচন নয়: জামায়াত তারেক-বাবরের খালাসের বিরোধিতা: আপিলের রায় ৪ সেপ্টেম্বর প্রাইভেটকার উল্টে মুন্সীগঞ্জে তিনজনের মৃত্যু পুলিশ সদস্য শেখ আফজালুলের রাজসাক্ষী হতে আবেদন সিআইডির জালে ধরা পড়লো মালয়েশিয়া সিন্ডিকেটের স্বপন, সম্পদ জব্দ খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে নির্মম হত্যাকাণ্ড

ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন বুবলী

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

কাজ কিংবা কাজের বাইরে নানা বিষয়েই আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত কয়দিন ধরে নেটদুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে এই নায়িকার বিয়ের সাজের বেশ কিছু ছবি, যা নিয়ে চলছে তর্ক-বিতর্কও। কেউ বলছেন, বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা। আবার কারও কথায়, এটি বুবলীর আগের ছবি যা প্রকাশ্যে এসেছে এবার। নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন, বিয়ের সাজে বুবলীর পাশে থাকা ছেলেটি (বর) কে?

ছবিগুলো নিয়ে ইতোমধ্যেই কথা বলেছেন এর কোরিওগ্রাফার গৌতম সাহা। বুবলীর সঙ্গে ফটোশুটে কাজ করে সন্তুষ্ট উল্লেখ করে গৌতম সাহা বলেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময়মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’ তিনি আরও জানান, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান।

ছবিগুলো নিয়ে এবার মুখ খুললেন নায়িকা নিজেই। বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা আগেই অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন বুবলী। চিত্রনায়িকার কথায়, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নেবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’

বর্তমানে বুবলী ব্যস্ত রয়েছেন পিনিক নামের নতুন একটি ছবির। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। ছবিটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল। এর আগেও আদর আজাদের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করেছেন বুবলী। এদিকে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এই ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছে। সেখানে অবশ্য বুবলীর উপস্থিতি নেই। এদিকে অ্যাকশন ঘরানার এই ছবিতে বুবলীকে পাওয়া যাবে ভিন্নরূপে। তিনি বলেন, ‘পিনিক’-এর গল্প অসাধারণ। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। অভিনয়ের অনেক জায়গা আছে। আমার বিশ্বাস খুব ভালো একটি কাজ হতে চলেছে। এর আগেও আদর ও আমার জুটি মানুষ গ্রহণ করেছে। এবার বেশ আলাদা রূপে আসছি আমরা। আশা করছি ভালো লাগবে দর্শকদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo