1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’

  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কাজী সালাউদ্দিনের অবদানের কথা মনে করিয়ে তাকে নারী ফুটবলের ‘মাস্টারমাইন্ড’ আখ্যা দেন বাফুফের বর্তমান কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বাফুফের সাবেক সভাপতিকে দেশের সেরা ফুটবল বোদ্ধাও মনে করেন তিনি।

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী দল অনেক ব্যক্তি-প্রতিষ্ঠান থেকেই সংবর্ধনা পাচ্ছে। আর্থিক পুরস্কার প্রাপ্তি হয়েছে বেশ। ইতোমধ্যে প্রায় কোটি টাকা পুরস্কাার পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা। নানা আয়োজনে দারুণ সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে নারী ফুটবল দলকে। বাংলাদেশ  ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি হয়ে যাওয়ায় এসব আয়োজনের কোথাও নেই কাজী সালাউদ্দিন।

দীর্ঘদিন দখলে রাখা তার চেয়ারটি এখন তাবিথ আউয়ালের দখলে। গত ২৬ অক্টোবরের ভোটে সভাপতি নির্বাচিত হন সাবেক এই ফুটবলার। পুরুষ দলের ম্যাচ, মেয়েদের সংবর্ধনা অনুষ্ঠান; সবখানে বর্তমান সভাপতির উপস্থিতিই দেখা গেছে। তবে এসব আয়োজনের মাঝে সাবেক সভাপতি সালাউদ্দিনকে মনে করলেন বাফুফের বর্তমান কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। কেবল মনে করাই নয়, নারী ফুটবলের উত্থানের কৃতিত্ব সালাউদ্দিনকে দিয়েছেন তিনি।

আজ বাফুফেতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যকে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ইলেকট্রনিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এই অনুষ্ঠানে নারী ফুটবলের সুদিন নিয়ে কথা বলতে গিয়ে কাজী সালাউদ্দিনকে প্রশংসায় ভাসান মাহফুজা আক্তার। সাবেক সভাপতির অবদানের কথা মনে করিয়ে তাকে নারী ফুটবলের ‘মাস্টারমাইন্ড’ আখ্যা দেন তিনি।

নারী ফুটবল উইংয়ের প্রধান বলেন, ‘আরেকজনকে আমার ধন্যবাদ না জানালেই নয়, যিনি না থাকলে আজকে নারী ফুটবল এই অবস্থায় আসতো না। আজ আমরা মেয়েদের সংবর্ধনা দিতে পারতাম না, আজকের এই দিনটিও আমরা বাংলাদেশের মানুষ দেখতাম না। তিনি আর কেউ নন, বাফুফের সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। যার ডেডিকেশন, পরিশ্রম, দূরদর্শিতার কারণে আমরা এখানে আসতে পেরেছি।’

এখানেই থামেনি তার সালাউদ্দিন স্তুতি, সাবেক সভাপতিকে দেশের সেরা ফুটবল বোদ্ধার আসনে বসিয়ে ফাহফুজা আক্তার আরও বলেন, ‘কাজী সালাউদ্দিনের মতো প্রেসিডেন্ট যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো, আজ নারী ফুটবলের এই দিনটি আমরা দেখতাম না। উনি হচ্ছেন মাস্টারমাইন্ড। বাংলাদেশে অনেক ফুটবল বোদ্ধা আছে, কিন্তু কাজী সালাউদ্দিন হচ্ছেন সেরা। আমরা সৌভাগ্যবান যে তার মতো একজন প্রেসিডেন্ট পেয়েছিলাম।’

২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে বাফুফে সভাপতির পদে থাকা সালাউদ্দিনকে প্রশংসায় ভাসানো মাহফুজা আক্তার ভরসা রাখছেন নতুন সভাপতি তাবিথের ওপরও। তার বিশ্বাস, নতুন সভাপতির তত্ত্বাবধানেও এগিয়ে যাবে নারী ফুটবল। তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আউয়ালকে। তারও মেয়েদের ফুটবলের প্রতি ভালোবাসা ও ডেডিকেশন আছে, আমার বিশ্বাস তাবিথ আউয়ালও শতভাগ ডেডিকেশন নিয়ে মেয়েদের পাশে থাকবেন। আগামী দিনগুলোতে আমরা একইভাবে এগিয়ে যাব।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo