1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ

সার্বিয়ার ট্রেনিংয়ে ব্রাজিলের গুপ্তচর?

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

কাতারের মাটিতে বিশ্বকাপ ফুটবলের আসর বসে গেছে চারদিন আগেই। বিশ্বকাপের সবচেয়ে বেশি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামছে আজ রাতে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে হেক্সা জয়ের মিশন শুরু করার আগেই গুপ্তরবৃত্তির অভিযোগ উঠেছে ব্রাজিলের বিরুদ্ধে।

সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের বিপক্ষে অভিযোগ উঠেছে তার নাকি গুপ্তচর পাঠিয়ে সার্বিয়ার পরিকল্পনা জানতে চেয়েছেন।

আজ রাতে মাঠে নামার আগে হঠাৎ করেই বাতাসে গুঞ্জন শোনা যায়, ব্রাজিল নাকি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে প্রতিপক্ষের সব খবরাখবর রাখছে।

তবে খোদ সার্বিয়ান কোচ স্টইকভিচ উড়িয়ে দিয়েছেন এমন গুজব। ব্রাজিলের ড্রোন উড়ানোর খবর তিনি বলেন, ‘ব্রাজিল কেন ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। বিশ্ব ফুটবলের সুপার পাওয়ার ব্রাজিল। উল্টোদিকে আমরা এমন কিছুই নই ড্রোন উড়ইয়ে তারা আমাদের কৌশল বুঝতে চাইবে।’

ড্রোনের গুজবকে পুরোটাই মিথ্যা বলে সার্বিয়ান কোচ বলেন, ‘আমি মনে করি এটা পুরোপুরি মিথ্যা একটা খবর, পুরোটাই গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

স্টইকভিচ বরং প্রতিপক্ষ ব্রাজিলের প্রশংসা করেই বলেন, ‘ব্রাজিল দুর্দান্ত দল,পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। পৃথিবীর অন্যতম সেরা দল তারা। আমি মনে করি, ব্রাজিলের দলটি এ মুহূর্তে তাদের সোনালি প্রজন্মে রয়েছে। আমাদের (সার্বিয়া) সামনে খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করে আছে। তবে আমাদের সুযোগ থাকবে জেতার জন্য, আমরা কাউকে ভয় পাই না।’

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo