1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ

ওয়ানডে বলেই সিরিজ জিততে আত্মবিশ্বাসী তামিম

  • আপডেটের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২

টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো নিজেদের সেরাদের কাতারে নিয়ে যেতে পারেনি। তবে ওয়ানডেতে গত কয়েক বছর ধরেই বিশ্বসেরাদের কাতারে টাইগাররা। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভড়াডুবির পরও একদিনের খেলায় সিরিজ জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক তামিম ইকবাল।

আগামীকাল রবিবার গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক শোনালেন আশার কথা। একই সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টিতে পরাজয়েরও একটা প্রভাব খেলোয়াড়দের মধ্যে থাকতে পারে বলে শঙ্কা দেশসেরা এই ওপেনারের।

তামিম ইকবাল বলেন, ‘একটা সিরিজে ম্যাচ জিততে না পারলে তা সবসময়ই কঠিন। পাশাপাশি এটাও সত্য, ওয়ানডে এমন একটা ফরম্যাট যেটা নিয়ে আমরা গর্ব করি। এই ফরম্যাটে আমরা খুব ভালো দল, এতে সন্দেহ নেই। নির্দিষ্ট দিনে সব দিক থেকে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ।’

এখন পর্যন্ত ওয়েস্ট সফরে বাংলাদেশের পারফরম্যান্স গর্ব করার মতো না। এটা খুশি করতে পারেনি তামিমকেও। তিনি বলেন, ‘টেস্ট বলুন আর টি-টোয়েন্টি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ওয়ানডেতে ইতবাচক কিছু হওয়ার আশা করছি। এই ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্যে খেলি। ওয়েস্ট ইন্ডিজও ভালো খেলছে। তাই আমাদের সেরাটাই দিতে হবে।’ সিরিজে এখনো কোনো ম্যাচ জিততে না পারলেও ওয়ানডে সিরিজ জেতার ব্যাপারে আশাবাদি অধিনায়ক। তামিম বলেন, ‘আমরা সিরিজ জিততে চাই, সবাই মুখিয়ে আছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo