1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার বা সোমবার পূর্বাচলে সাগর-রুনির ছেলে মেঘের জন্য জমির দলিল হস্তান্তর ইসির ইউটিউব চ্যানেল উদ্বোধন ও এআই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বার্তা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী সুখরঞ্জন বালির অপহরণ ও নির্যাতনের অভিযোগ শর্ত পূরণ না হলে নির্বাচন নয়: জামায়াত তারেক-বাবরের খালাসের বিরোধিতা: আপিলের রায় ৪ সেপ্টেম্বর প্রাইভেটকার উল্টে মুন্সীগঞ্জে তিনজনের মৃত্যু পুলিশ সদস্য শেখ আফজালুলের রাজসাক্ষী হতে আবেদন সিআইডির জালে ধরা পড়লো মালয়েশিয়া সিন্ডিকেটের স্বপন, সম্পদ জব্দ খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে নির্মম হত্যাকাণ্ড

ঘরবন্দি কারিনাকে এক নজর দেখতে যা করলেন সাইফ

  • আপডেটের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

ছবিতে কাজ করতে করতে ব্যক্তিগত জীবনও যে ফিল্মি হয়ে উঠতে পারে, তা প্রমাণ করলেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। কথায় বলে, দূরত্ব বাড়লে ভালবাসা নাকি আরও গভীর হয়। করোনায় ঘরবন্দি থাকা স্ত্রী কারিনাকে একনজর দেখার জন্য স্বামী সাইফ আলি খান যা করেছে সেই কাণ্ড দেখে নেটিজেনরা বলছেন ‘করোনা যেন স্বামী, স্ত্রীর মধ্যে প্রেম আবারও জাগিয়ে তুলল।’

সদ্য কোভিডে আক্রান্ত হয়েছেন করিনা। মৃদু উপসর্গ থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বাবা রণধীর কাপুর। তবে চিকিৎসকের পরামর্শ মেনে ঘরবন্দি আছেন করিনা। এমনকী বিএমসি-র উদ্যোগে তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে দুই সন্তান তৈমুর, জেহ থাকলেও, আপাতত দূরেই রয়েছেন স্বামী সাইফ। কিন্তু এই পরিস্থিতিতে পাশে থাকতে না পেরে, তিনি যেন করিনাকে চোখে হারাচ্ছেন। স্ত্রীর এক ঝলক দেখার জন্য তিনি যা করলেন, তা দেখে তো চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

স্বামীর কীর্তি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন করিনা। ছবিতে দেখা গিয়েছে, করিনার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের ছাদে উঠে পড়েছেন সাইফ। চারপাশে তার বডি গার্ড। ছাদে উঠে চা খেতে খেতেই করিনার ঘরের জানলার দিকে তাকিয়ে তিনি। মুহূর্ত ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে করিনা লিখেছেন, ‘করোনার দিনগুলিতে এ ভাবেই প্রেম করছি আমরা।’

সাইফের ছেলেমানুষি, বন্ধুদের ভালবাসায় মন্দ কাটছে না কারিনার নিভৃতবাস। আরও একটি ছবিতে করিনা কয়েক টুকরো চকলেটের ছবি শেয়ার করেছেন। তার এই বন্দিদশায় বাদাম দেওয়া চকলেট পাঠিয়েছেন অনিল কাপুরের কন্যা রিয়া কাপুর এবং স্ত্রী সুনীতা কাপুর।

প্রসঙ্গত, কারাণ জোহরের বাড়িতে ডিনার পার্টির পর করোনায় আক্রান্ত হয়েছেন কারিনা, অমৃতা আরোরা, মাহিপ কাপুর, সীমা খান। কোভিডবিধি অমান্য করে পার্টি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তারা। যদিও সমস্ত অভিযোগ, সমালোচনার চিন্তা সরিয়ে নিজের শরীরের যত্ন নিচ্ছেন বেবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo