1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ

টাইগারদের আটকাতে বাংলাদেশের সাবেক কোচদের পরামর্শ নিচ্ছে কিউইরা

  • আপডেটের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

কদিন আগেই বাংলাদেশ সফরে নাকানি-চুবানি খেয়ে গেছে অস্ট্রেলিয়া দল। দ্বিতীয় সারির দল পাঠালেও প্রতিবেশিদের পরিণতি দেখে সতর্ক নিউজিল্যান্ড দল। বাংলাদেশের সাবেক কোচদের পরামর্শে নিজেদের প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছে কিউইরা। টাইগারদের সাবেক হেড কোচ জেমি সিডন্সের কাছ থেকে তথ্য নিয়েছেন এ সফরে নিউজিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল।

দলটির বোলিং কোচ শেন জার্গেনসেনও বাংলাদেশে কাজ করেছেন। যদিও তিনি এবার আসেননি। তবে মুশফিক-সাকিবদের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবীরাকে নিয়ে এসেছে নিউজিল্যান্ড। এ লঙ্কান কোচ থেকেই কন্ডিশন সম্পর্কে ধারণা নেয়া, উইকেটের আচরণ, স্পিনারদের খেলা, বোলিংয়ের কলাকৌশল রপ্ত করার চেষ্টা করছে কিউইরা।

রবিবার এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত এ ক্রিকেটার বলেছেন, ‘আমরা স্পিন বোলাররা আলোচনা করেছি, এখানে কেমন হবে, আমরা কোন পথে এগোব। থিলানের (সামারাবীরা) সঙ্গে তো কথা হচ্ছেই। উপমহাদেশে তার অভিজ্ঞতা অনেক। তার কাছ থেকে জানতে পারছি, ব্যাটসম্যানরা কিভাবে খেলবে এবং কোন জায়গাগুলোয় খেলতে চাইবে। এই ব্যাপারগুলিই আস্তে আস্তে বুঝে উঠে মূল ম্যাচে কাজে লাগাতে হবে আমাদের।’

২০১৮ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে দুটি টি-২০, ৯টি টেস্ট খেলেছেন প্যাটেল। বাংলাদেশের স্পিনিং কন্ডিশন পাবেন ভেবে রোমাঞ্চিত তিনি। ৩২ বছর বয়সী এ স্পিনার বলেছেন, ‘কন্ডিশনের সহায়তা যখন মেলে, সব বোলারকেই তা রোমাঞ্চিত করে। পাশাপাশি এটাও বুঝতে হবে, ওদের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলে। আমরা ওদের কন্ডিশনে খেলছি। এখানে ওরা অনেক বড় দলকে হারিয়েছে। ওদেরকে তাই হালকাভাবে নেওয়া যাবে না।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo