1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

শ্রমিকদের কারখানায় ফিরতে বলায় তোপের মুখে অনন্ত জলিল

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

চলমান লকডাউনের মধ্যেই আগামী ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। চিত্রনায়ক অনন্ত জলিল তার শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শ্রমিকদেন আগামী রবিবার (১ আগস্ট) থেকেই কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

শনিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন, এতদ্বারা এ.জে.আই গ্রুপ ও এ.বি গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা এবং শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, আগামী ১ আগস্ট থেকে আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণভাবে খোলা থাকবে। তাই সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো, কেউ যেন অনুপস্থিত না থাকে।

এদিকে অনন্ত জলিলের এমন পোস্টের পরই কমেন্ট বক্স ভরে যায়। একের পর এক প্রশ্নে জর্জরিত হন তিনি।

এত দ্বারা এ.জে.আই গ্রুপ ও এ.বি গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা এবং শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, আগামী ১…

Posted by Ananta CIP on Friday, July 30, 2021

মাহাবুব লিখেছেন, শিল্প কারখানা খুলবে ১ তারিখে আর লকডাউন ৫ তারিখ পর্যন্ত। তবে গ্রামে আটকা পড়া শ্রমিকরা কি স্পেসশিপে করে ঢাকায় পৌঁছাবে?

আতিকুর রহমান লিখেছেন, ‘শিল্প কারখানা খুলবে ১ তারিখে আর লক ডাউন ৫ তারিখ পর্যন্ত। তবে গ্রামে আটকা পড়া শ্রমিকরা কি করে ঢাকায় পৌঁছাবে।’

সানোয়ার হক সনি লিখেছেন, ‘বাস-রেল বন্ধ রেখে, কঠোর লকডাউনে কিভাবে কাজে যোগ দিবে গার্মেন্টস কর্মীরা? রাষ্ট্র ও বিজিএমইএ আপনাদের কাছে কি উত্তর আছে?’

ফাতেমা তিথি লিখেছেন, ‘আপনি সবসময় বলেন আপনি শ্রমিক বান্ধব, এই তার নমুনা? আপনার সিনেমায় যেমন ক্ষমতা থাকে শ্রমিকদের তো তা নেই, একটাবার চিন্তা করলেন না গণপরিবহন না চললে কিভাবে তারা ফিরবে? শ্রমিকদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলে ফেলুন, নয়তো গণপরিবহন চালুর ব্যবস্থা করুন।’

সাইফুল ইসলাম লিখেছেন, ‘শিল্প মালিকরা জাতে মাতাল তালে ঠিক, বেশীরভাগ শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে আর এম জি সেক্টরে ঈদের ছুটি ১০ দিন ১১ সেই হিসাবে বেশীভাগ ফ্যাক্টরী ৩০,৩১ তারিখে খুলতেন বেশীভাগ ফ্যাক্টরির শ্রমিকগরা ৪-৫ দিন জেনারেল করেছেন বা ছুটিতে কাটবেন তাহলে এই করোনাকালীন মালিকরা শ্রমিকদের কি উপহার দিলেন। উপহার হচ্ছে বেশি ভাড়া দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে মালিকদের বিমান কিনার টাকার ব্যবস্থা করা, আর এম জি সেক্টরের মালিক অনেক পারে তাহলে শ্রমিকদের আসার জন্য পরিবহনের ব্যবস্থা করলো না, সর্বোপরি মালিকরা নিজেদের লাভের চিন্তা করে শ্রমিকদের যা দেয় বায়ারের জন্য একদিন দেখা যাবে আরএমজি আমাদের সোনালী আশের মতো পাতি আশ হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo