1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ

জয়ার থ্রিডি ছবি ‘অলাতচক্র’ এলো প্রেক্ষাগৃহে

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

দেশের প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’ মুক্তি পেয়েছে আজ। ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রখ্যাত লেখক, চিন্তক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান।

‘অলাতচক্র’ ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও দানিয়েল চরিত্রে আহমেদ রুবেল।

ছবিটি মুক্তির দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ‘আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অলাতচক্র (3D)। আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। বাংলা ভাষার প্রথম থ্রিডি সিনেমা। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির মহেন্দ্রক্ষণে।’

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অলাতচক্র( 3D)। আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।…

Posted by Jaya Ahsan on Thursday, March 18, 2021

পরিবেশক সংস্থার তথ্যমতে, ঢাকার স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা, ব্লকবাস্টার সিনেমাসে মুভিটি থ্রিডিতে প্রদর্শিত হবে। বাকি সিনেমা হলে টুডি ভার্সনে প্রদর্শন করা হবে। এর বাইরে মুভিটি প্রদর্শিত হবে শ্যামলী (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধা (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), স্কাই ভিউ (কক্সবাজার), পূরবী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), সেনা (সাভার), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo