1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর গুম-খুনের অভিযোগে ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

ভ্যাটের হার কমানোর দাবি ব্যবসায়ীদের

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

ভ্যাটের (মূল্য সংযোজন কর) হারে কয়েকটি স্তর করা হলেও এখনো সর্বোচ্চ হার ১৫ শতাংশ। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এই হার বেশি বলে দীর্ঘদিন ধরে বলে আসছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানেও ইস্যুটি আলোচনায় এসেছে। একই সঙ্গে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজ করা তথা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা ও অটোমেশনের বিষয়টিও আলোচনায় এসেছে।

ব্যবসায়ীদের দাবি, ভ্যাটের আওতা বাড়ানোর পাশাপাশি ১৫ শতাংশ হার থেকে কমানো হোক। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, আওতা বাড়লে ট্যারিফ (ভ্যাটের হারকে ইঙ্গিত করে) কমিয়ে আনতে হবে। অর্থমন্ত্রী এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করছি এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) কমিয়ে আনবে।

একই ইস্যুতে শীর্ষ ভ্যাট প্রদানকারী হিসেবে সম্মাননা প্রাপ্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান ও ফরেন ইনভেস্টরস চেম্বারের প্রেসিডেন্ট (এফআইসিসিআই) রূপালী হক চৌধুরীও বলেন, করের পরিধি বাড়বে এবং হার কমবে বলে আশা করছি। আমরা কর দিচ্ছি। এই প্রক্রিয়া সহজ করার মাধ্যমে আপনারা (এনবিআর) আমাদের সাহায্য করুন।

গতকাল দেশব্যাপী জাতীয় ভ্যাট দিবস পালন করা হয়। একই দিন থেকেই শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভ্যাট সপ্তাহ। করোনা ভাইরাসের ব্যতিক্রমী পরিস্থিতিতে এবার অনেকটা অনাড়ম্বরভাবেই পালন করা হলো ভ্যাট দিবস। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে ছোট পরিসরে ভ্যাট দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এতে ব্যবসায়ীরা প্রতিনিধি ও এনবিআর কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে শীর্ষ ৯ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।

এনবিআর চেয়ারম্যান করদাতাদের আস্থা তৈরির লক্ষ্যে কর প্রদানপ্রক্রিয়া সহজ করতে এনবিআর কাজ করছে উল্লেখ করে অটোমেশনে গুরুত্ব দেন। তিনি বলেন, অটোমেশনের মাধ্যমে সঠিক রাজস্ব আদায় করতে পারি। এজন্য অনেকগুলো কাজ করছি। আরো করা হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনবিআর সদস্য সৈয়দ গোলাম কিবরীয়া, মাসুদ সাদিক, আলমগীর হোসেন প্রমুখ।

৯ প্রতিষ্ঠান পেল শীর্ষ ভ্যাট প্রদানকারীর সম্মাননা

জাতীয় পর্যায়ে ৯টি শীর্ষ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে এনবিআর। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস, কেয়ার ইলেক্ট্রনিক্স, হ্যামকো করপোরেশন, সিমেন্স বাংলাদেশ, ইউনিমার্ট লিমিটেড, সামিট কমিউনিকেশন্স, কাতার এয়ারওয়েজ ও চিটাগাং ওয়্যারহাউজেস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন এনবিআর চেয়ারম্যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo