1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার বা সোমবার পূর্বাচলে সাগর-রুনির ছেলে মেঘের জন্য জমির দলিল হস্তান্তর ইসির ইউটিউব চ্যানেল উদ্বোধন ও এআই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বার্তা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী সুখরঞ্জন বালির অপহরণ ও নির্যাতনের অভিযোগ শর্ত পূরণ না হলে নির্বাচন নয়: জামায়াত তারেক-বাবরের খালাসের বিরোধিতা: আপিলের রায় ৪ সেপ্টেম্বর প্রাইভেটকার উল্টে মুন্সীগঞ্জে তিনজনের মৃত্যু পুলিশ সদস্য শেখ আফজালুলের রাজসাক্ষী হতে আবেদন সিআইডির জালে ধরা পড়লো মালয়েশিয়া সিন্ডিকেটের স্বপন, সম্পদ জব্দ খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে নির্মম হত্যাকাণ্ড

শাকিব খান ছাড়াই বুবলী, নায়ক নিরব!

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

২০১৬ সালে সংবাদ পাঠিকার পাঠ চুকিয়ে নায়িকা হিসেবে সবার সামনে আসেন শবনম বুবলী। এরপর টানা ৯টি চলচ্চিত্র করেছেন, যেখানে নায়ক হিসেবে ছিলেন শাকিব খান।
বলা হয়, ঢালিউডে বুবলীর অভিষেক থেকে শুরু করে পায়ের তলার মাটি শক্ত করেছেন শাকিব খান একাই, নিজ হাতে।
তবে নায়কের সে হাত এবার বদল হচ্ছে। সৈকত নাসিরের নতুন ছবি ‘ক্যাসিনো’র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আর এতে নায়ক হিসেবে থাকছেন নিরব হোসাইন।
পরিচালক সৈকত নাসির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, গত ১০ নভেম্বর নিরব-বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। তারা ছাড়াও ‘ক্যাসিনো’-তে থাকছেন তাসকিন রহমান। তিনিও চুক্তিবদ্ধ হয়েছেন। ২০ নভেম্বর থেকে ঢাকায়  শুটিং শুরু হবে।
এদিকে নিরব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাজটি আসলে প্রপারলি করতে চাই। আমাদের যে গল্প, পরিকল্পনা- সেগুলো বাস্তবায়ন করতে পারলে অসাধারণ কিছু হবে। নায়িকা হিসেবে আমরা বুবলীকে পেয়েছি। এটা আনন্দের বিষয়। তিনি কাজের বিষয়ে সচেতন এবং সিরিয়াস বলেই মনে হয়েছে। আশা করছি, সব ঠিকঠাক মতো শেষ হবে।’
এদিকে এমন ঘোষণার পাশাপাশি রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সৈকত নাসির ও নিরব ফেসবুকে প্রকাশ করেছেন ‘ক্যাসিনো’র একটি প্রাথমিক পোস্টারও। যেখানে নিরব-বুবলীর প্রথম রসায়ন ভালোই চমকে দিয়েছে সবাইকে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে তুমুল আলোচনায় আসা ক্যাসিনো-কাণ্ডকে কেন্দ্র করেই ছবিটির গল্প। থাকছে প্রেমও। এটির গল্প লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। নির্মিত হচ্ছে সিমপ্লেক্স ইন্টারন্যাশনালের ব্যানারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo