লন্ডন প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহার সহ বিভিন্ন দাবীতে গত ৩ অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে‘র সরকারি অফিস ১০ ডাউনিং স্ট্রিটের সামনে মানববন্ধন করেছে যুক্তরাজ্য বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, আওয়ামী বাকশালি সরকার দেশের মানুষের সকল মৌলিক অধিকার হরণ করার পাশাপাশি দেশের সকল সম্পদ লুন্টন করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে। শীঘ্রই এই অবস্থার পরিসমাপ্তি ঘটানো জরুরী হয়ে পড়েছে।
ম্যানচেস্টার বিএনপি’র যুগ্ম সম্পাদক বলেন, “এই ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের কাছে আজ সারাদেশের মানুষ জিম্মি। তারা ক্ষমতার অপব্যবহার করে অবাধে জনগণের সম্পদ লুট করছে। আমাদের সোনার বাংলাদেশের জনগণের মনোবল ভেঙ্গে দিতে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিবেদিত প্রাণ আমাদের সবার প্রাণপ্রিয় বেগম খালেদা জিয়াকে তারা আটক করে রেখেছে। একনায়কতন্ত্রের এই সরকারকে নির্মূল করার সময় এসেছে। দেশের প্রতিটি ঘরে ঘরে আন্দোলন গোড়ে তুলতে হবে।”
কাফরুল থানা ছাত্রদলের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক আবু জোবায়ের রব্বানী বলেন, এই অবৈধ সরকার জেল-জুলুম ও নির্যাতন করে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। বেগম খালেদা জিয়া কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিম চৌধুরী বলেন, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মা দেশনেত্রী বেগম জিয়া কারা মুক্ত না হয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির জোর দাবী করেন ।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। বিএনপির জনপ্রিয়তায় সরকার দিশেহারা হয়ে পড়েছে সরকার। দেশে আজ সকল পেশা শ্রেণীর মানুষ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।