1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ

আল কায়েদার শীর্ষ নেতা ইব্রাহিম আল-আসিরি নিহত

  • আপডেটের সময় : রবিবার, ১৯ আগস্ট, ২০১৮
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন জঙ্গি সংগঠন আল কায়েদার অন্যতম প্রধান নেতা ইব্রাহিম আল-আসিরি৷

ইয়েমেন আত্মগোপনকালে ২০১৭ সালের শেষের দিকে যৌথ সেনা অভিযানে ইব্রাহিম নিহত হন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিহত এই আল কায়েদা নেতা বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জঙ্গি সংগঠন আইএসের উত্থানে আল কায়েদার প্রতিপত্তি খর্ব হয়৷

আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ার পাশাপাশি বলিষ্ঠ নেতৃত্বেরও সংকটে পড়ে আল কায়েদা।

এদিকে ইব্রাহিম আল-আসিরির সঙ্গে আল কায়েদার দূরত্ব তৈরি হয়৷ তিনি পাকিস্তান-আফগান সীমান্তের পরিবর্তে ইয়েমেনে আত্মগোপন করে থাকেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিমানবন্দরে হামলা চালায় আল কায়েদা জঙ্গিরা৷

বিস্ফোরণে বিমানবন্দর উড়িয়ে দেয়ার পরিকল্পনা করা হয়৷ কিন্তু মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় ভেস্তে যায় জঙ্গিদের সেই পরিকল্পনা। সামান্য কিছু ক্ষতি হলেও কোনো হতাহত ঘটেনি৷

জানা যায়, ওই হামলা পেছনে মূলচক্রী ছিল বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত তথা আল কায়েদা নেতা ইব্রাহিম আল-আসিরি৷ এর পরই তাকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ৷

পরে গত বছর শেষের দিকে তার খোঁজে ইয়েমেনে যৌথ সেনা অভিযান চালানো হয়৷

তবে কেমনভাবে ইব্রাহিমের গোপন আস্তার সন্ধান পেয়েছেন সেনারা তার কোনো তথ্য জানানো হয়নি জাতিসংঘের প্রতিবেদনে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo