1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ

২০০ হলে ক্যাপ্টেন খান!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

দুটি গানের শুটিং বাকী এখনও।কলকাতায় চলছে ছবিটির ইডিটিংয়ের কাজ।ইডিটিংয়ের শেষ করেই আগামী রবিবার জমা দেয়া হবে সেন্সরে। তার আগেই প্রযোজনা সংস্থা থেকে জানানো হলো ঈদুল আজহায় শাকিব খান ও বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ২০০ প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে।ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এমনটিই জানালেন সমকালকে। ইতোমধ্যে হল বুকিংও শুরু হয়েছে।তবে ২০০ হলে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি প্রযোজক। 

শাপলা মিডিয়ার মিডিয়া ম্যানেজার মোহাম্মদ বাদলও একই তথ্য দিয়েছেন।   

প্রায় একমাস আগে থেকেই ছবিটির বুকিং শুরু হয়েছে। হাই রেন্টালে বুকিং দেয়া হচ্ছে ‘ক্যাপ্টেন খান’।প্রযোজক সেলিম খান বলেন, শাকিব খানের ছবি মানেই হলে হলে উৎসবের আমেজ।ক্যাপ্টেন খান ছবিটির প্রতি হল মালিকদের আগ্রহ প্রচুর। আশা করি আগামী ঈদে ২০০ হলে ক্যাপ্টেন খানকে মুক্তি দেবো।’

ওয়াজেদ আলী সুমন পরিচালনা করছেন ছবিটি।শাকিব-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর।বিশেষ একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার পায়েল মুখার্জী। 

ছবিটি নিয়ে শাকিব খান বলেন,‌ ‘দেশীয় ছবির বিবেচনায় বড় বাজেটের ছবি এটি। গল্প রিমেক হলেও মূল ছবির চেয়ে এটি ভালো হবে বলে আমার বিশ্বাস।’ 

এ দিকে ক্যাপ্টেন খানের দুটি গানের শুটিং করতে এখন লন্ডনে অবস্থান করছেন ছবির প্রধান দুই প্রাণ শাকিব-বুবলী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo