1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ

ড্রোন হামলার শিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা নিকোলাস মাদুরো ড্রোন হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় সাত সেনা সদস্য আহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন প্রেসিডেন্ট।  

রাজধানী কারাকাসে সামরিক বাহিনীর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে এ হামলা হয় বলে জানান দেশটির যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ। 

তিনি বলেন, দুটি ড্রোনে বিস্ফোরক নিয়ে এ হামলা করা হয়। যা প্রেসিডেন্ট মাদুরোকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়। হামলার জন্য দেশটির ডানপন্থী বিরোধীদলকে দায়ী করেছেন তিনি।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, খোলা মাঠে সামরিক বাহিনীর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও অন্য কর্মকর্তারা হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে সচকিত হয়ে ওঠেন। এসময় ছোটাছুটি শুরু করে সারিবদ্ধভাবে দাঁড়ানো সেনা সদস্যরা। বড় ধরণের বিস্ফোরণের শব্দও শোনা যায় তখন। 

যোগাযোগমন্ত্রী রদ্রিগেজ জানিয়েছেন হামলার পর প্রেসিডেন্ট তার মন্ত্রীসভার সদস্য ও সামরিক বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। 

এদিকে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে দায়ী করা হলেও কোনও গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি। 

উল্লেখ্য, গত মে মাসে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী হন মাদুরো। খবর: বিবিসি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo