1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ

শাকিবের হ্যাটট্রিক, সঙ্গে সিয়াম-পূজা

  • আপডেটের সময় : শনিবার, ১৬ জুন, ২০১৮

 

ঈদ উৎসবে দেশের দর্শকদের বাড়তি আগ্রহ থাকে বড় পর্দার দিকে। তাই সেভাবেই সাজছে প্রেক্ষাগৃহগুলো। এবার ঈদে ৫টি ছবি মুক্তি পেল। আর এতে বরাবরের মতোই দাপট দেখাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। তার তিনটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো- ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‌‘সুপার হিরো’ ও ‘পাঙ্কু জামাই’। এছাড়া দেশের পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরীর। তাদের ছবির নাম ‌‘পোড়ামন ২’। অন্যদিকে ছোট পরিসরে মুক্তি পাবে তৌকীর আহমেদ-মোশাররফ করিম অভিনীত ছবি ‘কমলা রকেট’। দেখে নেওয়া যাক ছবিগুলোর বর্তমান অবস্থা-

সুপার হিরো:
৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল আশিকুর রহমান পরিচালিত এ ছবি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এর বেশিরভাগ কাজ হয়েছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।
ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া:
উত্তম আকাশ পরিচালিত এ ছবিটি শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বুবলীকে। এটি ১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বরদা মিঠু প্রমুখ।

https://youtu.be/iR7hzPSfJuE

পাঙ্কু জামাই:
আব্দুল মান্নান পরিচালিত এ ছবিতেও শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ছবিটির কাজ হয়েছে বছর তিনেক আগে। বেশ আগে শুটিং করা এ ছবিটি সব কাজ দেশেই হয়েছে। এটি ৪০টি প্রেক্ষাগৃহে এসেছে।

পোড়ামন ২:
এর মাধ্যমে দেশের পর্দায় আসছে নতুন জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। ২০১৩ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজুর পরিচালিত ছবি ‘পোড়ামন’-এর সিক্যুয়েল এটি। নতুন ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া। এটি প্রথম হিট ছবি। এটি ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

https://youtu.be/E2cKB8gUAwU

 

কমলা রকেট:
দাপুটে অভিনেতা মোশাররফ করিম ও তৌকীর আহমেদ একসঙ্গে অভিনয় করেছেন ‘কমলা রকেট’-এ।
এতে তারা দুজন ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে আছেন সামিয়া সাঈদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ, সেঁওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ। এটি পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। আর প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এটি ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকব্লাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo