1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ

প্রথমবারের মতো কানাডার প্রাদেশিক এমপি বাংলাদেশি ডলি বেগম

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুন, ২০১৮

কানাডায় প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কোনও নাগরিক এমপি নির্বাচিত হলেন। ডলি বেগম নামের ওই বাংলাদেশি বংশোদ্ভূতের হাত ধরে দেশটির অন্টারিও প্রদেশের স্কোরবোরো সাউথওয়েস্টে ১৫ বছর পর জয় পেয়েছে নিউ ডেমোক্রেটিক পার্টি। এর আগে দেড় দশক সেখানকার এমপি ছিলেন লিবারেল পার্টির। স্টার অনলাইনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

.

সংবাদ মাধ্যমটি জানায়, ৬৩টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী ১৯ হাজার ৭৫১ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বি হ্যারি এলিসকে হারিয়েছেন ডলি বেগম। ২০০৩ সাল থেকে হ্যারি এলিসই ওই স্থানটিতে এমপি নির্বাচিত হয়ে আসছিলেন।

কানাডীয় সংবাদমাধ্যম ভয়েস অনলাইন জানায়, বাংলাদেশ থেকে ছোটবেলাতেই বাবা-মার সঙ্গে কানাডা যান ডলি। সঙ্গে তার ভাইও ছিল। জীবনের বেশিরভাগ সময়টাই তিনি স্কেয়ারবোরোতে কাটিয়েছেন।

ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে স্নাতক সম্পন্ন করেছেন ডলি। আর ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে পড়েছেন স্নাতোকত্তর।  ডলি বেগম প্রাদেশিক সংগঠন কিপ হাইড্রো পাবলিক ক্যাম্পেইনের প্রধান সমন্বয়ক ছিলেন। এছাড়া স্কেয়ারবোরো হেলথ কোয়ালিশনের সহ-প্রধান ছিলেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo