সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষ শিশুদের বিশেষ অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত প্রয়াস স্কুল যশোর ক্যাম্পাসের ৪০০ শিক্ষার্থীর জন্য যশোর সেনানিবাসে ৪২ বিঘা জমির ওপর শিক্ষাভবন নির্মাণে ১৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার এ উপলক্ষে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও প্রয়াস স্কুল, যশোর-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন, পিএসসি এক সমোঝতা স্মারক স্বাক্ষর করেন। এর আগে এ স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে পরিচালনা বোর্ড অব ডাইরেক্টসের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নুরুল ইসলাম, প্রয়াস স্কুলের পরিচালনা পরিষদের সদস্য লেফটেন্যান্ট কর্নেল শামস আলাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম ভূঁইয়া, পিএসসি ও প্রয়াস যশোর ক্যাম্পাসের প্রিন্সিপাল বেগম সোহেলী এহসানসহ যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ইসলামী ব্যাংকের খুলনা জোনপ্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী ও যশোর শাখার ভাইস প্রেসিডেন্ট শফিউল আজম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।