1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার বা সোমবার পূর্বাচলে সাগর-রুনির ছেলে মেঘের জন্য জমির দলিল হস্তান্তর ইসির ইউটিউব চ্যানেল উদ্বোধন ও এআই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বার্তা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী সুখরঞ্জন বালির অপহরণ ও নির্যাতনের অভিযোগ শর্ত পূরণ না হলে নির্বাচন নয়: জামায়াত তারেক-বাবরের খালাসের বিরোধিতা: আপিলের রায় ৪ সেপ্টেম্বর প্রাইভেটকার উল্টে মুন্সীগঞ্জে তিনজনের মৃত্যু পুলিশ সদস্য শেখ আফজালুলের রাজসাক্ষী হতে আবেদন সিআইডির জালে ধরা পড়লো মালয়েশিয়া সিন্ডিকেটের স্বপন, সম্পদ জব্দ খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে নির্মম হত্যাকাণ্ড

অভিনয়ের জন্য নগ্ন হতেও আপত্তি নেই কোয়েনার

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

পোর্টাল বাংলাদেশ ডেস্ক:

Koena mitra 00

সেক্সসিম্বল অভিনেত্রী কাম আইটেম গার্ল কোয়েনা মিত্রের অনেক দিন ধরে উপস্থিতি নেই বলিউডে| তেমন কোন মন পছন্দ চরিত্র না পাওয়াতেই মূলত নিজ থেকেই বলিউড থেকে দূরে সরে আছেন তিনি।অবশ্য মাঝে মধ্যে কোয়েনার টিভি উপস্থিতি ছিল বেশ ভালই।

কিছুদিন আগে তিনি চুক্তিবদ্ধ হন হলিউডের দুই দু’টি ছবিতে। যার মধ্যে সম্প্রতি একটি হলিউড ছবির কাজ শুরু করেছেন কোয়েনা। ছবিটির নাম ‘দ্য স্টোরি অব নাওমি’। ছবিটি পরিচালনা করছেন মাইকেল হারশেলস।ছবিতে কোয়েনা অভিনয় করছেন পরকিয়ায় আসক্ত একজন নারীর চরিত্রে। ইতোমধ্যে বেশ কিছু দৃশ্যের শুটিং শেষ করেছেন কোয়েনা।

জানা গেছে, এ ছবিতে একাধিক বিছানাদৃশ্য কাজ করছেন তিনি। এর বাইরে ব্যাপক খোলামেলা হয়েও ক্যামেরাবন্দি হবেন। ছবিটি নিয়ে অনেক উত্তেজিত তিনি। শুধু তাই নয়, এ ছবিতে অভিনয়ের জন্য নগ্ন হতেও আপত্তি নেই কোয়েনার।

এ বিষয়ে তিনি বলেন, প্রথমবারের মতো হলিউডের ছবিতে কাজ করছি। ছবিটির কাজ করতে গিয়ে অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। পরিচালকসহ শুটিং দলের সদস্যরা অনেক সহযোগিতা করছেন আমাকে।আর আমাকে আগেই বলা হয়েছিলো ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ বিছনাদৃশ্য রয়েছে। তাতে আমার কোন আপত্তি নেই।

আমি খুব জোর গলায় বলতে পারি, হলিউড ছবিতে চরিত্রের প্রয়োজনে নগ্ন হতেও আমার দ্বিধা নেই। কারণ, আমি নিজেকে প্রফেশনাল অভিনেত্রী মনে করি। সূত্র: ওয়েবসাইট

অনেক দিন ধরে উপস্থিতি বলিউডে নেই সেক্সসিম্বল অভিনেত্রী কাম আইটেম গার্ল কোয়েনা মিত্রের। তেমন কোন মন পছন্দ চরিত্র না পাওয়াতেই মূলত নিজ থেকেই বলিউড থেকে দূরে সরে আছেন তিনি।

এর মধ্যে অবশ্য মাঝে মধ্যে কোয়েনার টিভি উপস্থিতি ছিল বেশ ভালই। কিছুদিন আগে তিনি চুক্তিবদ্ধ হন হলিউডের দুই দু’টি ছবিতে। যার মধ্যে সম্প্রতি একটি হলিউড ছবির কাজ শুরু করেছেন কোয়েনা। ছবিটির নাম ‘দ্য স্টোরি অব নাওমি’। ছবিটি পরিচালনা করছেন মাইকেল হারশেলস।

ছবিতে কোয়েনা অভিনয় করছেন পরকিয়ায় আসক্ত একজন নারীর চরিত্রে। ইতোমধ্যে বেশ কিছু দৃশ্যের শুটিং শেষ করেছেন কোয়েনা।

জানা গেছে, এ ছবিতে একাধিক বিছানাদৃশ্য কাজ করছেন তিনি। এর বাইরে ব্যাপক খোলামেলা হয়েও ক্যামেরাবন্দি হবেন। ছবিটি নিয়ে অনেক উত্তেজিত তিনি। শুধু তাই নয়, এ ছবিতে অভিনয়ের জন্য নগ্ন হতেও আপত্তি নেই কোয়েনার।

এ বিষয়ে তিনি বলেন, প্রথমবারের মতো হলিউডের ছবিতে কাজ করছি। ছবিটির কাজ করতে গিয়ে অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। পরিচালকসহ শুটিং দলের সদস্যরা অনেক সহযোগিতা করছেন আমাকে।আর আমাকে আগেই বলা হয়েছিলো ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ বিছনাদৃশ্য রয়েছে। তাতে আমার কোন আপত্তি নেই।

আমি খুব জোর গলায় বলতে পারি, হলিউড ছবিতে চরিত্রের প্রয়োজনে নগ্ন হতেও আমার দ্বিধা নেই। কারণ, আমি নিজেকে প্রফেশনাল অভিনেত্রী মনে করি। সূত্র: ওয়েবসাইট

– See more at: http://www.sheershanews.com/2013/10/30/9596#sthash.Ob2578Bo.dpuf

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo